Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৯০ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আইনজীবী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ১১:০২ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২২, ১১:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


৯০ বছর বয়সে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন।

সোমবার (১৭ জানুয়ারি) নগরীর দেশওয়ালীপট্টি এলাকার ৪০ বছর বয়সী মিনুয়ারা আক্তারকে তিনি বিয়ে করেন। বরযাত্রী ছিল ৫০-৬০ জন।

মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাডভোকেট ইসহাক সিদ্দিকি বলেন, ৭ বছর আগে আম্মা মাহমুদা বেগম মারা যান। এই বয়সে আমরাও সংসার নিয়ে ব্যস্ত। বাবাকে দেখার জন্য একজন মানুষ প্রয়োজন। তাই আমরা ভাই-বোন মিলে সম্মতি দিয়ে বাবাকে বিয়ে করিয়েছি। আমাদের আগ্রহের কারণে বাবাও খুব খুশি।

তিনি আরও বলেন, ৫টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকারে করে বরযাত্রী যায়। কাবিন হয়েছে ৫ লাখ টাকা। তার মধ্য ২ লাখ ৫০ হাজার টাকা উসুল দেওয়া হয়েছে। বাবা সকলের নিকট দোয়া কামনা করছেন।

Bootstrap Image Preview