Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সংঘ‌র্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ১২:২২ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২২, ১২:২২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতুর উপর লাশবাহী প‌রিবহ‌নের সা‌থে একটি যাত্রীবাহী বাসের সংঘ‌র্ষে একজন আহত হ‌ওয়ার ঘটনায় সেতুর দু’পাশে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ফলে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পূর্ব পর্যন্ত ১৫ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক শ‌রিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘন্টা টোল আদায়ও বন্ধ রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সেতুর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর রাত থে‌কেই প‌শ্চিমপা‌ড়ে সিরাজগ‌ঞ্জের অং‌শে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এ‌তে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে যানবাহন। সকা‌লে সেতুর উপর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ্যাম্বুলেন্সকে ‌পেছন থে‌কে এক‌টি বাস ধাক্কা দি‌লে চালক আহত হয়। এ‌তে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প্রায় দেড় ঘন্টা বন্ধ রাখা হয় সেতুর টোল আদায়। প‌রে দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেয়ার পর যানবাহন চলাচল শুরু হলেও সেতুর দুইপা‌শের মহাসড়‌কে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক শ‌রিফুল ইসলাম।

Bootstrap Image Preview