Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মরিয়া প্রমাণ করিলেন রুনার ভালোবাসা 'সত্য' ছিল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০৯:০২ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ০৯:০২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। কিন্তু ভালোবাসার সংসার বেশিদিন টেকেনি রুনা ও মনিরের। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু সম্প্রতি আবারও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই ভালোবাসার প্রমাণ দিতে সাবেক স্বামীর আনা 'বিষ' খেয়ে মৃত্যু হয়েছে রুনার। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রুনা আক্তার (১৮) উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সৈয়দ মনির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনির একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় মনিরের সঙ্গে দেখা হয়। এ সময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে রুনা তার 'ভালোবাসার প্রমাণ' দেওয়ার জন্য মনিরকে বিষ আনতে বলেন।

পরে মনির গিয়ে দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ দেন রুনার হাতে। রুনা সেই 'বিষ' খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান মনির। রুনার স্বজনরা হাসপাতাল থেকে মনিরকে আটক করেন। বিকেলে রুনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহত রুনার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি মামলা করেছেন। ওই মামলায় মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview