Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ২ লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২১, ০৩:২২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০২১, ০৩:২২ PM

bdmorning Image Preview


ঢাকার বুড়িগঙ্গায় একটি নৌকা ডুবে শিশুসহ দু'জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দু'জন।

সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান।

তিনি জানান, সকালে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে ১০ জন যাত্রী নিয়ে নৌকাটি কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় কয়েকজন পাড়ে উঠতে পারলেও নিখোঁজ থাকে দুই নারী ও দুই শিশু।

এসআই সোবহান আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। দুপুর পৌনে ১টার দিকে তারা এক নারীর এবং সোয়া ১টার দিকে এক শিশুর লাশ উদ্ধার করে।

তিনি জানান, মারা যাওয়া দু'জন ও নিখোঁজ থাকা দু'জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায়।

নিখোঁজ দু'জনের খোঁজে তল্লাশি চলছে জানিয়ে এসআই সোবহান বলেন, এ ঘটনায় বাল্কহেডটি আটক করা হয়েছে।

Bootstrap Image Preview