Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘মন্দির পাহারা দেব ইনশাআল্লাহ’, যুবলীগ নেতার পোস্ট ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১০:১৪ PM
আপডেট: ২২ অক্টোবর ২০২১, ১০:১৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাব্বির চৌধুরীর একটি পোস্ট ভাইরাল হয়েছে।

গত ১৯ অক্টোবর ফেসবুকে দেওয়া ওই পোস্টে সাব্বির জানান,রাত জেগে তিনি মন্দির পাহারা দেবেন। ওই পোস্টে এলাকার সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা রক্ষায় স্থানীয়দের আহ্বান জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাত থেকে মন্দির পাহারা দেয়া শুরু করলাম । যেখান থেকে আমার শৈশব এর বেড়ে উঠা , নন্দন কানন ১নং গলি লোকনাথ মন্দির ও ইসকন মন্দির এর গেইট এর বাইরে আজ থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসা পর্যন্ত প্রতি দিন রাত ১২ টা থেকে ভোর পর্যন্ত পাহারা দিবো ইনশাআল্লাহ।

ঈমানী দায়িত্ব পালনের উদ্দেশ্যে ও আমার এলাকার হিন্দু পরিবারের নিরাপত্তা দিতে আমার সকল মুসলিম এলাকা বাসীকে আহ্বান জানাই আপনারাও আপনাদের ঈমানী দায়িত্ব পালন করতে ও হিন্দু প্রতিবেশীর হক আদায় করতে এগিয়ে আসুন ।

সঙ্গে আছে বন্ধু তারেক ও ফাইসাল । আগামীকাল থেকে এলাকার আরো অনেক ভাই সাথে থাকবে ইনশা আল্লাহ্।’

ফেসবুকে সাব্বিরের এই পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে সাত হাজারের বেশি মানুষ। পোস্টটিতে এক হাজারের বেশি মানুষ মন্তব্য করেছেন। সাড়ে চার হাজারেরও বেশিবার পোস্টটি শেয়ার করা হয়েছে ।

Bootstrap Image Preview