Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর বান্ধবীকে ধর্ষণে জেল, জামিনে বেরিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২১, ০৯:২৪ PM
আপডেট: ০১ অক্টোবর ২০২১, ০৯:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া গোলাম রাব্বী জামিনে বেরিয়ে আবারো এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত গোলাম রাব্বীর নামে বরগুনা সদর থানায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্ত্রীকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে স্ত্রীর বান্ধবীকে বাসায় ডেকে এনে ধর্ষণ করেন রাব্বী। ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর বান্ধবীকে আটকে রেখে পর দিনও ধর্ষণ করেন তিনি। পরে রাব্বীর স্ত্রী বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বরগুনা সদর থানায় গোলাম রাব্বীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এর কয়েক দিন পর জামিনে বেরিয়ে রোববার বন্ধুর বাসায় নিয়ে আবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন গোলাম রাব্বী। ওই স্কুলছাত্রীর মা বুধবার রাতে বরগুনা সদর থানায় রাব্বীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বলেন, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী। আমাদের ভুয়া কাবিননামা দেখিয়ে মাসের পর মাস মেয়েকে ধর্ষণ করেছে রাব্বী। এমনকি শারীরিক সম্পর্কে রাজি না হলেই পাশবিক নির্যাতন চালাত।

স্কুলছাত্রীর মা আরো বলেন, ২৬ সেপ্টেম্বর রাব্বী তার বন্ধু মামুনের বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। ভুয়া কাবিননামার বিষয়টি আমার মেয়ে বুঝতে পারলে সেখান থেকে চলে আসতে চায়। পরে নিজের বাসায় নিয়ে পাশবিক নির্যাতন চালায় রাব্বী। গোপনে বিষয়টি আমি জানতে পারি এবং পুলিশকে জানাই। পরে পুলিশ গিয়ে আমার মেয়েকে উদ্ধার করে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে গোলাম রাব্বীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী কিশোরীর মা। পলাতক রাব্বীকে গ্রেফতার করতে আমরা অভিযান চলছে। ধর্ষণের অভিযোগে আগেও তাকে গ্রেফতার করা হয়েছিল। মাদক মামলাতেও সে জেল খেটেছে। তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা রয়েছে। আমরা খুব শিগগিরই তাকে গ্রেফতার করতে পারব বলে আশা করছি।

Bootstrap Image Preview