Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শনিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা কেড়ে নিল অন্তঃসত্ত্বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়াকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০২:৪৯ PM
আপডেট: ২৮ জুলাই ২০২১, ০২:৫০ PM

bdmorning Image Preview


ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার করোনা আক্রান্ত হয়ে  মারা গেছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়।

সানিয়া আক্তার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান।  

তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে। সানিয়ার স্বামী এএইচএম ইমরানুর রহমান বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নবম ব্যাচে বিচারক হিসেবে নিয়োগ পান। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলার টুংচর গ্রামে।

সানিয়া আক্তার ও তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান গত ১২ জুলাই করোনা পজিটিভ হন। সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা সেলিম জাহান জানান,  শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

Bootstrap Image Preview