Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০১:০৯ PM
আপডেট: ২৬ জুলাই ২০২১, ০১:০৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রাসহ ১ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।

সোমবার বেলা ১১টায় বিমানবন্দরে এপিবিএন কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান এপিবিএনের এডিশনাল এসপি জিয়াউল হক পলাশ।

এর আগে সোমবার (২৬ জুলাই) জাহাঙ্গীর গাজী নামের এই যাত্রীকে আটক করা হয়। এই যাত্রী তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক যাওয়ার সময় তাকে আটক করা হয়।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। ফ্লাইটের একজন যাত্রী জাহাঙ্গীর গাজী। তাকে সর্বশেষ গেইটে আমরা আটক করি।

জিয়াউল হক বলেন, পরে তাকে চ্যালেঞ্জ করা হয়। প্রথমে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ হাজার রিয়ালের মতো পাওয়া যায়। পরে শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা স্ক্যানিংয়ের মাধ্যমে উদ্ধার করি যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।

তিনি জানান, বাংলাদেশি টাকার মূল্যমানে সর্বমোট আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করবে।

এর আগে গত ২০ জুলাই প্রায় ১৪ কেজি তরল সোনা আটক করে আর্মড পুলিশ। এই সোনাও তুরস্ক থেকে নানা হয়। আটক মুদ্রাপাচারকারীও সোনা চোরাচালানের কাজে এই টাকা ব্যবহার করতে পারেন বলে ধারণা পুলিশের।

Bootstrap Image Preview