Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে মাসজুড়ে টিসিবির পণ্য বিক্রি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ১১:২৬ AM
আপডেট: ২৬ জুলাই ২০২১, ১১:২৬ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের কাছে ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে দেশব্যাপী বিক্রি করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার থেকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী সামনে রেখে ভর্তুকি মূল্যে মাসব্যাপী নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি।

এর আগে রবিবার বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

টিসিবি সূত্রে জানা গেছে, আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। ছুটির দিন ব্যতীত আগামী ২৬ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। টিসিবির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। মোট ৪৫০টি ট্রাকে মহানগরসহ সারাদেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে। নিত্যপণ্যের অসাভাবিক মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের সংসার চলানো কঠিন হয়ে পড়েছে।

এর মধ্যে রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। আগামী ২৬ আগস্ট পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এসব পণ্য বিক্রি করা হবে। সয়াবিন তেল প্রতি লিটার ১০০, মসুর ডাল প্রতি কেজি ৫৫ ও চিনি প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

Bootstrap Image Preview