Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুন্সীগঞ্জে খাদে প্রাইভেট কার, নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ১২:০৫ PM
আপডেট: ২২ জুলাই ২০২১, ১২:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে নারীসহ ৩জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ভিটি কান্দি এলাকায় খাদে গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবের চর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাকিব।

তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন প্রাইভেট কার চালক ও দুই নারী আরোহী। প্রাইভেট কার চালকের নাম মো. নয়ন ও আরোহীদের নাম লিজা ও জারা বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক কামাল হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি খাদে পরে যায়। ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটছে। স্থানীয়দের মাধ্যমে আমরা সকালে খবর পাই।’

গজারিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক রিফাত মল্লিক বলেন, ‘আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তিনটি মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়।’

Bootstrap Image Preview