Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনায় মারা গেলেন গীতিকার ফজল-এ খোদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২১, ০৬:০১ PM
আপডেট: ০৪ জুলাই ২০২১, ০৬:০১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান ‘সালাম সালাম হাজার সালাম...’ গানের গীতিকার বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা।

রবিবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে তিনি মারা যান। পরে তাঁর জানাজা নামাজ শেষে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। ফজল-এ খোদার মেজো ছেলে সজীব ওনাসিস বিষয়টি নিশ্চিত করেন।

১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন ফজল-এ-খোদা। তিনি বহু কালজয়ী গানের গীতিকার। এর মধ্যে ‘দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’, ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’, ‘খোকন মণি রাগ করে না’ প্রমুখ উল্লেখযোগ্য।

তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবেও লেখালেখি করেন ফজল-এ-খোদা।

তিনি দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে প্রশংসা কুড়িয়েছেন। ঢাকা বেতারের সাবেক এ আঞ্চলিক পরিচালক শিশু কিশোরদের সংগঠন শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা পরিচালক।

বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় সেরা ২০ গানের মধ্যে ফজল-এ-খোদার লেখা ‘সালাম সালাম হাজার সালাম গানটি’ রয়েছে ১২তম স্থানে।

Bootstrap Image Preview