Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নদীতে পড়ে নিখোঁজ পদ্মা সেতুর চীনা প্রকৌশলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২১, ১১:০০ AM
আপডেট: ২৩ জুন ২০২১, ১১:০০ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ঝাও (২৫) নামে এক চীনা প্রকৌশলী।

মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সিরাজুল কবীর বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের অন্তর্গত একটি কাজ এই সেতুর পাশ দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ। সেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন বলে তার সহকর্মীরা আমাদের জানান। সাড়ে ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি।'

ঝাও নামের ওই চীনা নাগরিক পদ্মা নদীতে নির্মাণাধীন জাতীয় গ্রীডের ১৩ নং টাওয়ারের একজন কর্মী।

Bootstrap Image Preview