সিলেটে ৯ দিনের মধ্যে আবারও দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ২৭ মিনিট ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। ভূমিকম্পে নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজারের চেয়ে উঁচু ভবন নির্মাণ হলে ভেঙে পড়ার পুরানো মিথটি আবারো আলোচনায় এসেছে। আশির দশক পর্যন্ত সিলেটে মিথ প্রচলিত ছিল, হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহের মিনারের চেয়ে উঁচু ভবন সিলেট শহরে নির্মাণ করা হলে তার প্রতি অসম্মান প্রদর্শন হবে এবং ভবনটি ভেঙে পড়বে।
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারটি সিলেট নগরের একেবারে মাঝখানে অবস্থিত। এর মিনারটি প্রায় পাঁচতলা ভবনের সমান। প্রচলিত ওই ধারণার জন্য আশির দশক পর্যন্ত সিলেটে পাঁচতলা থেকে উঁচু ভবন নির্মাণ করা হতো না।
সে সময়ে সিলেটের বেশির ভাগ বাসাবাড়িই ছিল একতলা, টিনশেডের।
সিলেটের নাগরিকদের বহুতল ভবন নির্মাণ না করার একটা বৈজ্ঞানিক ভিত্তিও ছিল। ভৌগোলিক অবস্থানগত কারণে এটি ভূমিকম্পপ্রবণ এলাকা। ভূমিকম্পের একেবারে উৎপত্তিস্থলেই সিলেটের অবস্থান। ফলে সিলেটে বহুতল ভবন নির্মাণ ছিল ঝুঁকিপূর্ণ।
এ কারণে এ অঞ্চলের একতলা বাড়িগুলোর নাম দেয়া হয়েছিল ‘আসাম প্যাটার্ন’।
সিলেট একসময় অসম (আসাম) প্রদেশের অন্তর্গত ছিল। পুরো প্রদেশই ভূমিকম্প ঝুঁকির আওতায়। সে কারণে নির্মাণ করা হতো এই বিশেষ প্যাটার্নের ভবন।
তবে নব্বইয়ের দশকে বদলে যেতে লাগে সিলেটের চিত্র। একে একে গড়ে উঠতে থাকে আকাশছোঁয়া ভবন। একতলা বাড়ি ভেঙে নির্মিত হয় বিশাল অ্যাপার্টমেন্ট, দিঘি দখল করে সুউচ্চ বিপণিবিতান, ডোবা-হাওর দখল করে উঠতে থাকে হাউজিং প্রকল্প।
অপরিকল্পিতভাবে, কোনো নিয়মনীতি, নিরাপত্তার তোয়াক্কা না করেই গড়ে উঠেছে এসব ভবন। নগর কর্তৃপক্ষের উদাসীনতায় গড়ে ওঠা এসব ভবন সিলেটকে করে তুলেছে আরও ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন বছর আগের এক জরিপে দেখা গেছে, সিলেটে এক লাখ বহুতল ভবন রয়েছে। এসব ভবনের ৭৫ শতাংশ ছয়তলা বা তার চেয়ে বেশি। তবে সিলেট সিটি করপোরেশনের হিসাবে হোল্ডিংই আছে ৭০ হাজার।
বিশেষজ্ঞদের মতে, সিলেটে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হলে এ অঞ্চলের প্রায় ৮০ ভাগ স্থাপনা ধসে পড়তে পারে। এতে প্রাণ হারাবে প্রায় ১২ লাখ মানুষ এবং ক্ষতি হবে ১৭ হাজার কোটি টাকার।
সোমবার সন্ধ্যা ছয়টা দিকে সিলেটে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে অন্তত পাঁচটি ভূকম্পে কেপে ওঠে সিলেট। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল জৈন্তাপুর এলাকায়।
স্বল্প সময়ের মধ্যে কয়েক দফা ছোট ভূমিকম্প হওয়ায় সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্ক থাকলেও সিলেটে নেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো ও উদ্ধারকাজ চালানোর মতো কোনো প্রস্তুতি ও সচেতনতা।
বছর দশেক আগে বাংলাদেশ, জাপান ও শ্রীলঙ্কার একটি বিশেষজ্ঞ দল সিলেট নগরীর ছয় হাজার ভবনের ওপর জরিপ চালিয়ে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে। এই রিপোর্টে উল্লেখ করা হয়, রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হলে সিলেটের শতকরা ৭০ থেকে ৮০ ভাগ ভবন ধসে পড়বে। এতে ক্ষতি হবে ৮ হাজার কোটি টাকার। প্রাণহানি হবে ৭ থেকে ৮ লাখ মানুষের।
গবেষকদের মতে, সিলেটের বেশির ভাগ বাণিজ্যিক ভবনই অপরিকল্পিত এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ। রিখটার স্কেলে ৭ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হলে সেগুলো ধসে পড়বে। পাল্টে যেতে পারে সিলেটের মানচিত্রও। ক্ষতিগ্রস্ত হবে সিলেটের গ্যাস এবং তেলক্ষেত্রগুলো। কেবল গ্যাস ফিল্ডেই ক্ষতি হবে ৯ হাজার কোটি টাকার। পরিবেশ বিপর্যয়ও নেমে আসবে।
প্রতিবেদনে বলা হয়েছে, অপরিকল্পিত বাসাবাড়ি নির্মাণের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে নগরীর শাহজালাল উপশহর, আখালিয়া, বাগবাড়ি, মদিনা মাকের্ট এলাকা।
গবেষণার তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বহু বেসরকারি হাসপাতাল রয়েছে, যেগুলো ভূমিকম্পের সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকবে। তাতে প্রাণহানিও বাড়বে। কারণ, তখন ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে না।
শ্রীলঙ্কার অধ্যাপক আরঙ্গা পোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ূন আখতার, অধ্যাপক ড. আপ্তাব আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাকসুদ কামাল, ড. জাহাঙ্গীর আলমসহ জাপান থেকে আসা আরও দুজন বিশেষজ্ঞ এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেন।
গবেষক দলের সদস্য ড. জহির বিন আলম নিউজবাংলাকে বলেন, ‘ভূমিকম্পের দিক থেকে সিলেট মারাত্মক ঝুঁকির মধ্যে থাকলেও তাৎক্ষণিক ক্ষতি-হ্রাস ও উদ্ধারকাজ চালানোর জন্য সিলেটে আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। ভূমিকম্পের ঝুঁকি মাথায় রেখে সংশ্লিষ্টদের এখনই প্রস্তুতি নেয়া উচিত।’