তীব্র গরম ও প্রখর রোদে সারাদেশের মত অতিষ্ট খাগড়াছড়ির মানুষ। দুঃষহ হয়ে উঠেছে জনজীবন। মাঝখানে দুই তিনবার বৃষ্টি হলেও তাপদাহ থেকে রক্ষা মেলেনি। ভোগান্তি চরমে উঠেছে। ঘর থেকে বের হবারও যেন উপায় নেই।
এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নিয়ে ঘুরতে গেছে খাগড়াছড়ির কয়েকজন যুবক। তারা একটি পিকআপকে সুইমিংপুল বানিয়ে বিভিন্ন সড়ক ঘুরেছে। আর এই সড়ক পথ পাক্কা প্রায় ১৩৫ কিলোমিটার।
জানা যায়, বর্তমান সময়ে খাগড়াছড়ির আকর্ষণীয় এলাকা সিন্দুকছড়ি সড়ক। ৫/৬জন বন্ধু মিলে সেখানে যাবার পরিকল্পনা করে। তবে তীব্র গরমে সবাই মোটরসাইকেলে যেতে অপারগতা জানালে তারা গরম থেকে বাঁচতে অভিনব উদ্যোগ নেয়।
একটি পিকআপের পণ্য পরিবহন অংশের চারপাশে ত্রিপল দিয়ে ঢেকে ফেলে। পরে সেখানে পানি দিয়ে সুইমিং পুলের মত বানিয়ে সড়ক পথে যাত্রা শুরু করে। খাগড়াছড়ি, মহালছড়ি, সিন্দুকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা হয়ে ফের খাগড়াছড়িতে ফেরে। চলন্ত গাড়ি থেকে পানি কমে যাওয়ায় মাঝখানে গুইমারা নামক স্থান থেকে পিকআপের ভেতরে ফের পানিতে পূর্ণ করে যাত্রা শুরু করে।
এর উদ্যোক্তা সাগর নোমান জানায়, রাতে ৬বন্ধু মিলে মহালছড়ি যাবার পরিকল্পনা করছিলাম। কিন্তু গরমের কারণে কেউ ব্যক্তিগত মোটরসাইকেল থাকার পরও যেতে রাজী নয়। তাই সবাই মিলে একটি পিকআপ নিয়ে সেখানে পানি দিয়ে সুইমিংপুল বানিয়েছে। পুরো সড়ক পথে ওই পানিতে ভিজে ভিজে ঘুরেছি।