Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টিকটক করতে গিয়ে বন্দুকের গুলিতে প্রাণ হারালেন হামিদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২১, ০৮:২৫ PM
আপডেট: ২১ মে ২০২১, ০৮:২৫ PM

bdmorning Image Preview


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিকটক ভিডিও করতে গিয়ে ভুল করে গুলি চালিয়ে প্রাণ হারালেন ১৯ বছর বয়সী এক তরুণ। তার নাম হামিদুল্লাহ। অনিচ্ছাকৃতভাবেই নিজের প্রাণ নিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, যারা ভিডিও করছিলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা হামিদুল্লাহকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের মনে আতঙ্ক দানা বেঁধেছে।

ভিডিওতে দেখা যায়, প্রথমে বন্দুকে গুলি ভরছে হামিদুল্লাহ। তারপর মজা করে আত্মহত্যা করার নাটক করতে গিয়ে গুলি চালিয়ে ফেলেন। সরাসরি মাথায় গুলি লাগায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Bootstrap Image Preview