Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৩ হাজার যাত্রী নিয়ে ছাড়ল ফেরি যমুনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২১, ০১:৩৮ PM
আপডেট: ১০ মে ২০২১, ০১:৩৮ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঈদে বাড়ি ফেরা মানুষদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ সকাল ১০টার দিকে ৩ হাজার যাত্রী এবং দুটি অ্যাম্বুলেন্স নিয়ে ২ নং ঘাট ছেড়ে গেছে ফেরি যমুনা। সোমবার (১০ মে) সকাল থেকে এমন দৃশ্য দেখা যায় শিমুলিয়া ফেরিঘাটে।

জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। কিন্তু যাত্রীরা সেই ব্যারিকেড ভেঙে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়। এ সময় যাত্রীরা ফেরি ছাড়তে হবে বলে স্লোগান দেয়।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, অতিরিক্ত যাত্রীর চাপে সকাল ১০টার দিকে দুটি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। তবে রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

Bootstrap Image Preview