সালেহ্ বিপ্লব, আমাদের সময় ডটকম, নির্বাহী সম্পাদক: দেশ রূপান্তরের’ মুনিয়া সম্পর্কিত প্রতিবেদনটি ৮ থেকে সর্বোচ্চ ১০ মিনিট আমাদের পোর্টালে ছিলো। ভোর ৩টা ৫৩ মিনিটে আমাদের অনলাইন থেকে নিউজটি ফেলে দেয়া হয়।
পহেলা মে রাতে আমি ছিলাম শিফটের দায়িত্বে। শেষ রাতে ওই রিপোর্ট প্রকাশ ছিলো নবীন এক সাব এডিটরের মুহূর্তের ভুল। তিনি যখন দৈনিক দেশ রূপান্তরের প্রতিবেদনটি হুবহু প্রকাশ করেছেন, তখন আমি ক্যান্টিনে সেহেরী খাচ্ছিলাম। তিনি রিপোর্টটি দেয়ার আগে অন্য কোনও সিনিয়রের সঙ্গেও কথা বলেননি।
নিউজ রুমে আসা মাত্রই কনটেন্টটি আমার চোখে পড়ে। তাৎক্ষণিক আমরা পোর্টাল থেকে নিউজটি সরিয়ে ফেলি।
সংশ্লিষ্ট সহ সম্পাদককে ইতোমধ্যেই তার অসাবধানতার জন্য সতর্ক করা হয়েছে।
দেশরূপান্তরের প্রতিবেদনটি কপি পেস্ট করে প্রকাশের কারণে যে বিভ্রান্তি ও পরস্পরবিরোধী অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা সে কারণে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।