Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কামড়ানোর পর সাপটিকে মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২১, ০৯:০১ PM
আপডেট: ০১ মে ২০২১, ০৯:০১ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে এক যুবক আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নিজেই সাপটিকে পিটিয়ে মেরে ফেলে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি।

আহত বজলুল আহমেদ (৪০) উপজেলার কামালপুর গ্রামের মক্তবপাড়ার আসাবুল হকের ছেলে।

আহত বজলুল আহমেদ বলেন, শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম। এ সময় আমার পায়ে একটি সাপ কামড় দেয়। আমি বুঝতে পেরে নিজেই সাপটিকে পিটিয়ে মেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, এই সাপটির নাম গোখরা। এ ধরনের সাপ খুব বিষধর হয়। আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। তার বর্তমানে শারীরিক অবস্থা ভালো।

Bootstrap Image Preview