Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার দেহটা দান করে দিয়েছিঃ এস আই টুটুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ০৪:৪৪ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০২১, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গানের পাশাপাশি মানবিক কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন তিনি। আর তাই মৃত্যুর পর নিজের দেহ দান করে দিয়েছেন এই তারকা গায়ক।

জানা যায়, আমেরিকায় মরণোত্তর দেহ দান করেছেন এস আই টুটুল। তিনি বলেন, ‘আমি আমার দেহটা দান করে দিয়েছি। যদি আমেরিকায় আমার মৃত্যু হয় তবে আমার চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মারা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।’

তিনি আরও বলেন, ‘আমি চাই জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে। মরার পর দেহের অপ্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমার পরিবার, ছেলেমেয়েরা দেখবে।’

টুটুল জানান, ‘মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। মরে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমার হয়েছে। নিজের অতীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে মরতে পারি। আমার আল্লাহ এবং মানুষ যেন আমাকে মাফ করে দেন।’

Bootstrap Image Preview