খালেক মহিউদ্দিন।।
আচ্ছা আমরা সবাই যে এত রাগ হয়ে থাকি এর কারণ কি? যেকোনো সময় বা যেকোনো অবস্থায় যে কেউ আমার পরিচয়পত্র দেখতে চাইতে পারেন। আমার পরিচয় জানতে চাইলে তো আমি খুশি হই।
আপনার এপ্রন বা ইউনিফর্ম আপনার পরিচয় সব সময় জানায় না তাতে আপনি ডাক্তারই হন বা পুলিশ। এপ্রন বা ইউনিফর্ম বাজারে মেলে।
আবার আমাদের মানে সাংবাদিক বা জনগণের মনে রাখা উচিত আমরা বিচারক নই, তাই কারো ছবি বা ভিডিও ধারণ বা প্রচার করার আগে আমাদের নৈতিকতার পরীক্ষায় তা উতরায় কিনা তাও বিবেচনা করা উচিত।
আমাকে মাফ করবেন, কারণ আমিও এই সব কিছু ভুল বা শুদ্ধ, ঠিক-বেঠিকের বাইরে নই।