Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ নেতা রাব্বানীকে নিয়ে কলকাতার অভিনেত্রীর স্ট্যাটাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ০৪:৫১ PM

bdmorning Image Preview


কয়েকদিন ধরেই অসুস্থ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। জ্বর, সর্দি-কাশি আর শারীরিক দুর্বলতার সাথে গত দুদিন যাবৎ শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছেন তিনি। তার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালের অভিনেত্রী পল্লবী শর্মা। যাকে দুই বাংলার মানুষ ‘জবা’ নামে চেনেন।

তিনি লিখেছেন, ‘মানুষের সেবা করার থেকে বড় ধর্ম কিছু হতে পারে না। আর সেই জনসেবা করতে গিয়ে কোভিড-১৯ পজেটিভ হলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। হয়তো তার জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য।’

তিনি আরও লিখেছেন, ‘এপার বাংলার সাথে ওপার বাংলার কোন না কোন যোগসূত্র থেকেই যায়, ঠিক তেমন ওপার বাংলায় থেকেও হাজার ব্যস্থতার মধ্যেও সব কথা শেয়ার করেছো, খোঁজখবর নিয়েছো, এটাই মানবতা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমার অপেক্ষায় আছে বাংলাদেশ।’

Bootstrap Image Preview