Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালে ভর্তি হাবিব ওয়াহিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১২:২১ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ১২:২১ PM

bdmorning Image Preview


জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ গেলো ৩১ মার্চ মধ্যরাতে ফুসফুসে সমস্যা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হাবিবের অসুস্থতার বিষয়টি হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি। তখন তাকে স্পেশাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। একদিন পর তাকে কেবিনে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন। শরীরে করোনার কিছু লক্ষণ থাকলেও তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।'

এদিকে ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হাবিব ওয়াহিদের বাবা বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

Bootstrap Image Preview