Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোনারগাঁয়ের সেই রিসোর্টে মামুনুল সমর্থকদের ভাঙচুর (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ০৭:৪৮ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০২১, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টের সামনে অবস্থান নিয়ে সেখানে ভাঙচুর চালাচ্ছে মামুনুল হকের সমর্থকরা। 

শনিবার সন্ধ্যার পর মামুনুল হক অবরুদ্ধ থাকার সংবাদ শুনে কয়েকশ মানুষ রিসোর্টটির সামনে এসে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে। 

এর আগে রয়েল রিসোর্টে মামুনুল হককে নারীসহ অবরুদ্ধ করেন স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটক করে স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। 

মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী নাম আমিনা তৈয়ব। ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

 

Bootstrap Image Preview