Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিৎকার করে মিউজিক ইন্ডাস্ট্রির উন্নয়ন হয় নাঃ ঐশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:১৮ AM
আপডেট: ৩০ মার্চ ২০২১, ১০:১৮ AM

bdmorning Image Preview


ব্যক্তিজীবনে বেশ হাসিখুশি ও মিশুক প্রকৃতির মানুষ ফাতেমা তুজ জোহরা ঐশী। পরিচিতজনদের সঙ্গে সর্বদা বিনয়ের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু হঠাৎ কেন ক্ষেপে গেলেন? সরাসরি কাউকে কিছু না বললেও সোশ্যাল মিডিয়াতে নিজের ক্ষোভ ঝাড়লেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী।

ফেসবুক স্ট্যাটাসে ঐশী লিখেছেন, 'দুর্বল এবং ব্যর্থ মানুষের চিৎকার অনেক জোরে হয়। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমরা ব্যাকবোন লেস শিল্পীরা একটা মর্যাদার আসনে আসীন হচ্ছি, এমন সময় শকুনের নজর কোনোভাবেই কাম্য নয়। শিল্পী সমাজের জন্য কে কী করতে পারে তার অজস্র প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে।'

তিনি আরও লিখেছেন, 'মিউজিক ইন্ডাস্ট্রির উন্নয়নে কার কতটুকু অবদান আছে তার প্রমাণও রয়েছে। কালো বিড়াল কখনো ফর্সা হয় না। থলের বিড়াল থলেতে থাকাই ভালো। চিৎকার করে মিউজিক ইন্ডাস্ট্রির উন্নয়ন হয় না, কাজে প্রমাণ করা লাগে।'

সবশেষে তিনি লিখেছেন, 'অসংখ্য মেরুদণ্ডহীন শিল্পীর প্রমাণ অলরেডি পেয়ে গেছে। সুতরাং, মেরুদণ্ডহীন শিল্পীদের দণ্ডের আর প্রয়োজন নেই।'

Bootstrap Image Preview