Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ০৫:১৩ PM
আপডেট: ২৮ মার্চ ২০২১, ০৫:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর রায়েবাজার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে নিপুণকে আটক করা হয় বলে জানান তার শ্বশুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি গণমাধ্যমকে বলেন, রায়েরবাজারের বাসা থেকে নিপুণ রায়কে আটক করে নিয়ে গেছে পুলিশ।

বিকালে সাড়ে ৩টায় রায়ের বাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।

তারা বলেন, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’

Bootstrap Image Preview