Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাবেক ভিপি নুরকে খুঁজছে পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৮:৫৭ AM
আপডেট: ২৬ মার্চ ২০২১, ০৮:৫৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের তুমুল বিরোধিতা করে আসছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তার আহ্বানেই বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নুরের নেতৃত্বে মতিঝিলে বিক্ষোভে পুলিশ বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির ঢাকায় আসার এক দিন আগেই এই বিক্ষোভ হয়। পরিবেশ শান্ত করতে সেখান থেকে ৩৩ জনকে আটক করে পুলিশ।

এদিকে পুলিশের ওপর হামলার নেতৃত্বে নুর ছিলেন দাবি করে পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘তাকে (নুরকে) খোঁজা হচ্ছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হবে।’

নুরের আন্দোলনে হঠাৎ যোগ দেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম ওরফে শিশুবক্তা। ঘটনার সময় তাকে আটক করে পুলিশ। পুলিশের গাড়িতে বসেই নিজের ফেসবুকে লাইভে বিষয়টি জানান রফিকুল ইসলাম। এরপর বিকেল ৫ টায় আবারও লাইভে এসে নিজের মুক্তির কথা বলেন তিনি।

Bootstrap Image Preview