Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০৬:১৪ PM
আপডেট: ২৫ মার্চ ২০২১, ০৬:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বহিরাগত গুন্ডাদের পার্টি বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল ওদের এপ্রিল ফুল করে দিন।”

প্রথম দফা ভোটের আগে বৃহস্পতিবার প্রচারের শেষ দিন বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মমতা।

তিনি আরও বলেন, “আমি বিজেপি’র মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজও নই। রয়্যাল বেঙ্গল টাইগার হারতে জানে না। বিজেপি-কে ইঁদুরে পরিণত করবে। খেলা হবে, দেখা হবে, জেতা হবে।”

এ সময় মমতা ঘোষণা দেন, “আরেকটা স্কিম করছি। ক্লাস টেনে উঠলে ১০ লাখ টাকা করে ক্রেডিট কার্ড পাবে শিক্ষার্থীরা।”

Bootstrap Image Preview