Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খোলামেলা ছবিতে নজর কাড়লেন হিনা খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০১:৪৩ PM
আপডেট: ২১ মার্চ ২০২১, ০১:৪৩ PM

bdmorning Image Preview


ভারতীয় টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান একের পর এক খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় থাকেন। এই অভিনেত্রী হবু বর রকি জায়েসওয়ালের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকেই ইনস্টাগ্রামে পোস্ট করছেন ছবি।

অপরূপ মালদ্বীপের নীল সমুদ্রের ধারে বসে ফটোশুট করেছেন হিনা। এসব ছবি পোস্ট করার পরেই শুরু হয়েছে বিতর্ক। মালদ্বীপে হিনার খোলামেলা ফটোশুট, শরীরি আবেদনে নজর কেড়েছে নেটিজেনদের।

তবে প্রশংসার পাশাপাশি তাকে ঘিরে নেতিবাচক মন্তব্য কম হয়নি। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শরীর দেখাচ্ছেন কেন? কেউ আবার হিনার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনতেও ছাড়েননি।

কাশ্মীরের মেয়ে হিনার উঠে আসা 'ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে' ধারাবাহিক থেকে। ওই ধারাবাহিকে 'আকশরা' চরিত্রে দর্শকদের মন জিতেছিলেন তিনি।

এরপর 'বিগ বস-১১', 'খাতরো কি খিলাড়ি'-সহ একাধিক রিয়ালিটি শোতে যোগ দিয়েও আলোচনায় উঠে আসেন এই সেনসেশনাল অভিনেত্রী।

Bootstrap Image Preview