Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটার সাকিবের ‘বায়োপিক’ আসছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ০১:১৮ PM
আপডেট: ২১ মার্চ ২০২১, ০১:১৮ PM

bdmorning Image Preview


বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের এই তারকা খেলোয়াড়কে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘বায়োপিক’। গতকাল শনিবার (২০ মার্চ) ক্রিকফ্রেনজি লাইভে একথা জানিয়েছেন সাকিব আল হাসান নিজেই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ‘বায়োপিক’র কাজ স্থগিত করা হয়েছেও বলে জানান তিনি।

এ ব্যাপারে সাকিব আল হাসান বলেন, ‘বায়োপিক’ এর কাজ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। গল্পটিও প্রায় প্রস্তুত ছিল। তবে করোনার কারণে এখন সবকিছু ঝুলে আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে সম্ভবত কাজ শুরু হয়ে যেত।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই আবার শুরু করবেন বায়োপিকের কাজ।

এর আগে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার এবং আজহারউদ্দীনসহ অনেক ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মিত হয়েছে।

Bootstrap Image Preview