Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পশ্চিমবঙ্গে বিজেপি অফিসে অগ্নিসংযোগ-ভাঙচুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৮:৩২ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পশ্চিমবঙ্গে আসন্ন ভোটে বাকি চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি।  বৃহস্পতিবার এ তালিকা ঘোষণার ১০ মিনিটের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে জলপাইগুড়ি জেলা। সেখানে দলীয় অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

খবরে বলা হয়েছে, জেলাটিতে বিপিন প্রামাণিককে দলীয় টিকিট দেওয়া হয়নি বলে বিক্ষোভ শুরু হয়। আর তা থেকেই দলীয় অফিস ভাঙচুর করা হয়। নেতা-কর্মীরা দাবি করেছেন, বিপিনবাবু এখানের সংগঠন তৈরি করেছেন। কর্মী–সমর্থকদের সঙ্গে তার ভালো যোগাযোগ রয়েছে। পাশাপাশি তিনি রাজ্যের সহ–সভাপতি। তাকেই আসন দেওয়া হয়নি বলে এই বিক্ষোভের সূত্রপাত। 

প্রবীণ এ রাজনীতিবিদকে মনোনয়ন না দিয়ে সুরজিৎ সিংকে দলীয় প্রার্থী করেছে।  ফলে জেলাটিতে দলের মধ্যে দুই ভাগ হয়ে যায়।  বিপিনের সমর্থকরাই দলীয় অফিস ভাঙচুর চালায়। 

এই বিষয়ে বিজেপির এক জেলা নেত্রী বলেন, দেখতেই পাচ্ছেন কর্মী–সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তাদের মনে হয়েছে বিপিন প্রামাণিককে একটা আসন দেওয়া যেতে পারত। যাকে প্রার্থী করা হয়েছে তাকে নিয়ে কোনো আপত্তি নেই। তবে বিপিনবাবুর সম্মান দেওয়া উচিত ছিল। আমরা প্রার্থী বদল চাইব না। তবে অন্য আসন থেকে বিপিনবাবুকে প্রার্থী করা হোক এটা চাই।

Bootstrap Image Preview