Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে সরকারি বাসে বোমা হামলায় নিহত ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৮:১৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৮:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে একটি সরকারি বাসে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

কাবুল পুলিশের এক মুখপাত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত কিছু জানাননি।

আরেক কর্মকর্তা বলেছেন, বাসটি আফগান সরকারের কর্মকর্তাদের বহন করছিল। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আফগানিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের পরিবহনের জন্য বাসটি ভাড়া করেছিল।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে তালেবান গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ করেছে আফগান সরকার।

অবশ্য তালেবান এ অভিযোগ অস্বীকার করেছে।

Bootstrap Image Preview