Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘রাজধানীবাসীকে ছোট আতিক কামড়াচ্ছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১, ০৪:১২ PM
আপডেট: ১৭ মার্চ ২০২১, ০৪:১২ PM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমি শুনেছি, মশায় কামড়ানো নিয়ে অনেকে সমালোচনা করে বলেন ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে।

বুধবার (১৭ মার্চ) রাজধানীর বারিধারা পার্কে উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উত্তরের নগরপিতা। 

মেয়র আতিক জানান, অনেক অভিযোগ ছিল উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে। তার সমাধান করা হয়েছে। সমাধানেরও অনেক প্রমাণও আছে। তবে মশায় কামড়ানো নিয়ে সমালোচনা শুনেছি। নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। সুতরাং কীভাবে আমরা এ সমস্যার সমাধান করতে পারি।

বিশ্বের অনেক দেশেই মশা আছে জানিয়ে মেয়র বলেন, মশা নিয়ন্ত্রণে তারা অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে থাকে।

এ সময় মশা নিয়ন্ত্রণে খোলামেলা আলোচনার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

Bootstrap Image Preview