Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্তান কোলে হাজির জাহ্নবী, জল্পনায় বাতাস ভারী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৮:১৭ PM
আপডেট: ১০ মার্চ ২০২১, ০৮:১৭ PM

bdmorning Image Preview


প্রয়াত নায়িকা শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। এরই মধ্যে বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এ স্টার কিড। প্রথম ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে জাহ্নবীর প্রেমের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে তা রূপ পায়নি। কিন্তু এবার একটি ভিডিওতে সন্তান কোলে বেরিয়ে আসতে দেখা গেছে তাকে। কার সন্তান কোলে নিয়ে বেরিয়ে এলেন জাহ্নবী সেটি জানতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা।

সম্প্রতি জাহ্নবীর কোন প্রেমের সম্পর্কের কথা শোনা যায়নি। বিয়ে, সন্তান তো দূরের কথা! ২৪ বছরের জাহ্নবী এখন নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাহলে জাহ্নবীর কোলে সদ্যোজাত ওই শিশু সন্তানটি কার? মূলত নিজের অ্যাসিস্টেন্টের সন্তানকে কোলে নিয়ে আদর করছিলেন ‘ধড়ক’ খ্যাত নায়িকা। সেই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নিজের অভিনীত ‘রুহি’ সিনেমার স্ক্রিনিংয়ে নিজের অ্যাসিস্টেন্টের গোটা পরিবারকে নিমন্ত্রণ জানিয়েছিলেন জাহ্নবী । স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবীর সহকারী আজিম। আন্তরিকভাবে সকলকে আহ্বান জানান নায়িকা। তার ব্যবহার দেখে নেটিজেনরা সকলেই বলছেন, শ্রীদেবী জি জাহ্নবীকে খুব ভালো শিক্ষা দিয়ে মানুষ করেছেন।

সূত্র- নিউজ ১৮

Bootstrap Image Preview