বিয়ের প্রলোভনে লঞ্চের কেবিনে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা আবুল কাশেম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ মার্চ) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় মামলা করেন তিন সন্তানের জননী ভুক্তভোগী ওই নারী। এরপর পাইকপাড়া উত্তর ইউনিয়নের যুবলীগের সদস্য আবুল কাশেম গাজীকে গ্রেফতার করা হয়।
এক মাস আগে আবুল কাশেমের সঙ্গে মোবাইলে পরিচয় হয় বলে জানান ভুক্তভোগী ওই গৃহবধূ। রোববার সকালে স্থানীয় এক বাজারে গেলে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে অটোরিকশায় করে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে যায়। এরপর একটি লঞ্চের কেবিনে নিয়ে তাকে ধর্ষণ করে বলে জানান ওই নারী।
ঘটনার পরদিন রাতে থানায় লিখিত অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন গণমাধ্যমকে জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।