Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিস পানামা প্রতিযোগিতায় সুযোগ পাচ্ছেন হিজড়ারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২১, ১০:১৯ PM
আপডেট: ০৪ মার্চ ২০২১, ১০:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মিস পানামা অর্গানাইজেশন তাদের দেশের প্রতিনিধি নির্বাচন শুরু করতে যাচ্ছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে ২০২১ সাল থেকে তারা তৃতীয় লিঙ্গের মানুষদের সুযোগ দিচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর থেকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তৃতীয় লিঙ্গের প্রতিযোগীরা। যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছেন তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

মিস পানামার প্রেসিডেন্ট সিজার আনিল রদ্রিগুয়েজ জানান, তৃতীয় লিঙ্গের মানুষদের বিষয়ে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম হিজড়া নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

Bootstrap Image Preview