Bootstrap Image Preview
ঢাকা, ২২ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সম্পত্তির জন্য বাবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩৪ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হবিগঞ্জের বাহুবলে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে শিকল দিয়ে বেঁধে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামে নিজের ছেলেরা বৃদ্ধ পিতা আবুল কালাম ওরফে আবু মিয়াকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে।

একটি সূত্র জানায়, ছেলের নামে জায়গা সম্পত্তি না দেওয়ায় বৃদ্ধ আবু মিয়া বেশ কিছুদিন যাবত ঘড় ছাড়া। ছেলেদের ভয়ে বাড়িতে আসতে পারছেন না তিনি। শনিবার তিনি বাড়িতে আসলে তার ছেলেরা তার ওপর নির্যাতন করে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখে। রবিবার বেলা ১টা পর্যন্ত তিনি ঘরে শিকল বন্দি অবস্থায় রয়েছেন। পাড়া প্রতিবেশী কাউকে তার রুমে প্রবেশ করতে দিচ্ছে না ছেলেরা। শিকলবন্দী জীবন থেকে বাঁচতে চান ওই বৃদ্ধ।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, লোকটি মানসিকভাবে বিকারগ্রস্থ, পাড়া প্রতিবেশীরা জানিয়েছে তিনি সব জায়গা সম্পত্তি অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। পুলিশ ও আমাদের তহশিলদারও ঘটনাস্থলে গেছেন। বিষয়টি তিনি দেখছেন বলে জানান ইউএনও।

Bootstrap Image Preview