ইসরায়েলে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেই বিনামূল্যে মদ ও পিৎজা মিলছে।
সেই সঙ্গে মিলছে কেক, পেস্ট্রি, কফির মতো খাবার। এক পানশালা আবার মদ্যপানেরও সুযোগ দিচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম
দেশটির সাধারণ মানুষদের মধ্যে টিকা নিতে ভীতি দূর করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর। কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলো সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে।
শহরের দুটি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দুটি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।
অনেক আগে থেকেই এই মহামারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন।
আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের করোনাভাইরাস থেকে ভয় কম তারাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।