Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চা ভেবে কীটনাশক পানে কৃষকের ছেলের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৫ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:৪৫ AM

bdmorning Image Preview


চা ভেবে কীটনাশক পানে তাসফির ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর হাসপাতালে মারা যায় শিশুটি। নিহত তাসফির ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের কৃষক শরিফুল ইসলামের ছেলে।

শিশুটির বাবা শরিফুল ইসলাম জানান, বিকেলে বাড়ির রান্না ঘরের পাশে বড় ভাই স্বাধীনের (৫) সাথে খেলছিল তাসফির। ভাই স্বাধীন ও তাসফির পাশেই পড়ে থাকা একটি কীটনাশকের বোতল খুঁজে পায়। এসময় ভাই স্বাধীন চা ভেবে বোতলটি খুলে তাকে গ্লাসে ঢেলে পান করতে বলে। পরে কীটনাশকের বোতল খুলে তা পান করে তাসফির। এরপর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, শিশুটি বিষ পান করেছিল। বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই হাসপাতালে নেয়ার আগেই মারা যান।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, যেহেতু শিশুটি সদর হাসপাতালে মারা গেছে সেহেতু শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে সদর থানা পুলিশ। কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Bootstrap Image Preview