Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেসক্লাবের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রিজভী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৯ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৯ PM

bdmorning Image Preview


জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে প্রেসক্লাবে কর্মসূচি পালন করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টায় হঠাৎ পড়ে যান রুহুল কবির রিজভী। দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে রুহুল কবির রিজভীর পরীক্ষা-নিরিক্ষা করা হয়। তার ডায়াবেটিস বেড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান। পরে পরীক্ষা শেষে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।

উল্লেখ্য, কিছু দিন আগে তিনি হার্ট অ্যাটাক করেন। প্রথমে ইসলামি ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দু’দফা ভর্তি হন। সেখানে তার হার্টে রিং পড়ানো হয়।

Bootstrap Image Preview