Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রেস্টুরেন্টে মদপার্টি: বিশ্ববিদ্যালয় ছাত্রীর বান্ধবী নেহা ৫ দিনের রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৭ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


রাজধানীতে ইউল্যাবের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যার ঘটনায় করা মামলায় আসামি ফারজানা জামান নেহার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য নেহাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার সাতদিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে নেহাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণ ও হত্যার ঘটনায় ওই শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এ প্রসঙ্গে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল সংবাদমাধ্যমকে বলেন, গত শুক্রবার (২৮ জানুয়ারি) ওই তরুণী ও তার বন্ধু রায়হানসহ চারজন উত্তরার ব্যাম্বু রেস্টুরেন্টে যায়। সেখানে তারা মদপান করে। এর মধ্যে একটা মেয়ে অসুস্থ হয়ে চলে যায়। আর বাকিদের মধ্যে আরাফাত, মর্তুজা রায়হান চৌধুরী এবং ভিকটিম উবারে করে মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায় নুহাদ আলম তাফসীরের বাসায় যায়। রাতে আরাফাত ও ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে আনোয়ার খান মডার্ন হাসপাতাল ও সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিটি হাসপাতালে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত। আর রবিবার দুপুরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যায় ওই ছাত্রী।

Bootstrap Image Preview