Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লক্ষীপুরে ২০০ টাকার জন্য বৃদ্ধকে হত্যার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ AM

bdmorning Image Preview
প্রতিকি ছবি


লক্ষীপুরে ২০০ টাকার জন্য লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর থানায় একমাত্র খোরশেদ আলমকে আসামী করে নিহতের পুত্র রাকিব হোসেন এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

লক্ষীপুর সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা জশিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর সদর মডেল থানা পুলিশ খোরশেদ আলম নামে সিএনজি মালিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খোরশেদ একই গ্রামের সিরাজ উল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ‘বৃদ্ধ লোকমান ভাড়ায় খোরশেদের অটোরিকশা চালাতো। কিছুদিন আগে তিনি খোরশেদের রিকশা চালানো বন্ধ করে দেয়। কিন্তু তার কাছ থেকে খোরশেদ ২০০ টাকা পাওনা ছিলো। বৃহস্পতিবার ঘটনার সময় লোকমানকে সড়কে গতিরোধ করে খোরশেদ পাওনা টাকা দাবি করে।

টাকা পরে দেওয়ার কথা বলতেই খোরশেদ তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে খোরশেদ বুকের ওপর উঠে গলা টিপে লোকমানকে হত্যার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।’

Bootstrap Image Preview