যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন বাগআচড়া ইউনিয়নের মহিশা কুড়া ব্রীজের উপর থেকে ৬বোতল ভারতীয় ফেনসিডিলসহ অন্তর আলী (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন শার্শা উপজেলার নাভারন এলাকার আলমগীর হোসেনের ছেলে অন্তর আলী (২৪)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানার অধীনে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানের ভিত্তিতে তাকে ভারতীয় ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হই।