Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্মগুরু পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ০১:০০ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২১, ০১:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্মগুরু পরিচয় দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  জামাল ইউনিয়নের গুটিয়ানি গ্রামে সোলার প্লান্ট (সেচ প্রকল্প) ঘরের ভিতরে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী মামা বাড়ি থেকে ফেরার পথে একই গ্রামের মৃত অশ্বিন বিশ্বাসের ছেলে যুগল (৩৮) রাস্তার ধারে মাদ্রাসার নিকট থেকে ছাত্রীকে জোর পূর্বক মাঠের ভিতর নিয়ে যায়। এরপর সোলার প্লান্টের ঘরের মধ্যে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে লম্পট শ্রী যুগল কুমার ওই ছাত্রীকে সেচ পাম্পে তালা দিয়ে পালিয়ে যায়।

লোক লজ্জার ভয়ে ঐ স্কুল ছাত্রী ঘরের ভিতরে থাকা ঘাস মারা কীটনাশক সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা ও পরিবারের সহায়তার তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যুগল এই সেচ পাম্পের কেয়ার টেকার এবং গুটিয়ানী কালী মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। যুগলের বিরুদ্ধে মন্দিরের অর্থ আত্মসাৎ, একাধিক নারী কেলেংকারিসহ নানা অভিযোগ করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview