Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হেফাজতের আমীর আল্লামা বাবুনগরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ১০:২৭ AM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২১, ১০:২৭ AM

bdmorning Image Preview


জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। তিনি বেশ অসুস্থ বলে জানা গেছে।

শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শারীরিকভাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বেশ দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী।

তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর ওঠেছিল হুজুরের। কয়েকবার বমিও করেছেন। এরপর সন্ধ্যার দিকে শরীর বেশি দুর্বল হওয়ায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনী ও ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছেন।

Bootstrap Image Preview