বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ খুলনা। আটককৃতরা দীর্ঘ্দিন যাবৎ এসব ব্যবসা চালিয়ে আসছে বলে জানা গেছে।
শুক্রবার (২৯ জানুয়ারী) ভোরে স্থানীয় ফকির হাটের বেতাগা উনিয়নের শকদারা নামক গ্রামের কামাল নামে একজনের বাড়ির পাশ থেকে উক্ত ব্যবসায়ীদের আটক করে।
র্যাব সুত্রে আটককৃতদের পরিচয় জানা গেছে এবং এরা হলো বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার মোঃ সেলিম গাজী (৩৫) পিতাঃ সাহেব আলী গাজী এবং যশোর জেলার বেনাপোল উপজেলার নারায়ন পুর গ্রামের আব্দুস সবুর পিতাঃ আয়ুব আলী। আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে যে তারা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন ধরে এমন ধরনের মাদক ব্যবসা করে আসছে। দীর্ঘ নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয় র্যাব-খুলনা।