সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ উপজেলার নুরনগর এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করেছে।
গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার নুরনগর ইউপির উত্তর হাজিপুর গ্রামের রবিউল ইসলাম ও কুলতলী গ্রামের আশিকুজ্জামানকে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক সেবনকালে নুরনগর বাজার সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এস আই রিপন মল্লিক, এস আই মামুন, এস আই বিল্লাল সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে আটক করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, গাঁজাসহ আটক দুই জনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।