বান্দরবানে পাথর বোঝাই ট্রাক ও কার মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। গত শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বাসষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (৩২), মৃত বাতেন এর ছেলে আনোয়ার হোসেন (৪৩), মো: রিয়াদ (৩৪), আবুল কাশেমের ছেলে মো: ফাহাদ হোসেন (৩৪)। তারা সকলেই চট্টগ্রামের বাসিন্দা এবং সিলেট জেলার ইমাম মেহেদী চৌধুরীর ছেলে নাসির মেহেদী চৌধুরী (৩০)। বাকীদের নাম এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬ ঘটিকার সময় পাথর বোঝাই একটি ট্রাক বান্দরবান বাসষ্টেশন নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার, সিএনজি সহ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে লেগে উল্টে যায়। এ সময় প্রাইভেট কারটি দুমরে মুচরে গিয়ে পথচারীসহ ৮ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, আর্মি ও পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান সদর থানার এসআই মিঠুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট ও সিএনজির সাথে ধাক্কা দেয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।