Bootstrap Image Preview
ঢাকা, ০৯ রবিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৭ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারালেন যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১, ০১:০১ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২১, ০১:০১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

গত বুধবার সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন-চার জন মিলে সৈকতে গোসল করতে নামেন। এ সময় বাবুল উচ্ছ্বসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে ঘাড়ে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Bootstrap Image Preview