সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপের চারজন রোভার পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের হিমছড়িতে পৌঁছেছেন।
২০ই জানুয়ারি বুধবার রোভারস্কাউটস দলটি ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করে কক্সবাজারে পৌঁছেছেন।
গত ১৬ই জানুয়ারি চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়ে পর্যায়ক্রমে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামুতে রাতে অবস্থান করে আজ কক্সবাজারের হিমছড়িতে তাদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটারের এই পরিভ্রমন শেষ করে।
এই পরিভ্রমণকারী দলের সদস্যরা হলেন, তৌফিকুল আলম, মো: রায়হান রহমান, মুরাদ হোসাইন ও মঈন উদ্দীন হেলালী তৌহিদ। তারা সকলেই সেবাব্রতী মুক্ত স্কাউট গ্রুপ ও ঢাকার সেবা স্তরের রোভার।
বাংলাদেশ স্কাউটস এর রোভারস্কাউটদের প্রোগ্রাম অনুযায়ী পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলে ৫০০ বা নদীপথে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করে পরিভ্রমণকারী ব্যাজ অর্জন করতে হয়।
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট এওয়ার্ড অর্জনের জন্যে এই পরিভ্রমণকারী ব্যাজ অত্যন্ত গুরত্বপূর্ণ। ইতোমধ্যেই এই পরিভ্রমনকারী দলের দুইজন রোভার তৌফিকুল আলম ও মঈন উদ্দিন হেলালী তৌহিদ বাংলাদেশ স্কাউটসের বয় স্কাউটদের সর্বোচ্চ এওয়ার্ড প্রেসিডেন্ট'স স্কাউট এওয়ার্ড অর্জন করেছে।
পাঁচদিনের এই দু:সাহসিক যাত্রায় তাদের চট্টগ্রাম, পটিয়া, লোহাগড়া, চকরিয়া, রামু ও কক্সবাজারের প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা স্কাউটস, রোভার-লিডার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাহায্য করেন।