Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একসঙ্গে আ’লীগের দুই নেতা বহিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ০৪:০০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২১, ০৪:০০ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহণ করায় আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে শাহাজান আলীকে। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সহিদুজ্জামান সেলিম ও চলতি দায়িত্বে মেয়র জাহিদুল ইসলাম জিরে নির্বাচনে প্রতিদ্বিন্দিতা করে যাচ্ছেন।

৩০ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ জানুয়ারি (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ মোবাইল ফোন মার্কার প্রার্থী আওয়ামী লীগ নেতা সহিদুজ্জামান সেলিম ও নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দিতাকারী জাহিদুল ইসলাম জিরেকে বহিষ্কার করে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। কেন্দ্র থেকেও কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারাই ভোটে দাঁড়াবেন তাদের দলে আর জায়গা হবে না।

Bootstrap Image Preview